ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার ৯ মে বিকেলে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ করে।উত্তীর্ণ শিক্ষার্থীদের রোল নাম্বারসহ তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এবার পরীক্ষায় মোট ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়।উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভব্য সময় জানিয়েছে পিএসসি। তবে তারিখ এবং পূর্ণাঙ্গ সময় পরবর্তীতে জানানো হবে বলেও ঘোষণায় বলা হয়।


প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি আবেদন জমা পড়েছে। ওই বিসিএসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি।

ads

Our Facebook Page